কর অঞ্চল-২০ ঢাকা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪
ট্যাক্স জোন-20 পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ pdf
কর অঞ্চল-২০ ঢাকা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪pdf> কর অঞ্চল-২০ ঢাকা সকল পরীক্ষার প্রার্থীদের জন্য জানানো যাইতেছে যে ইতিমধ্যে কর অঞ্চল-২০ ঢাকা কর্তৃপক্ষী একটি বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী সহ প্রকাশ করেছেন। প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সুবিধার্থে আমরা এই অংশ হইতেই কবে কখন কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কর অঞ্চল-২০ ঢাকা বিভিন্ন পদের পরীক্ষা এবং উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিভাবে এডমিট কার্ড অনলাইনে মাধ্যমে ডাউনলোড করবেন সেসব বিষয়ে বিস্তারিত।
কর অঞ্চল-২০ ঢাকা পরীক্ষার সময়সূচি ২০২৪
৬ টি ক্যাটাগরিতে ১০২ টি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগের উদ্দেশ্যে কর অঞ্চল-২০ ঢাকা কর্তৃপক্ষ কর্তৃক গত ৩০শে এপ্রিল ২০২৪ তারিখে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যার বিপরীতে উক্ত পদগুলিতে চাকরি পাওয়ার আশায় সারাদেশ হতে প্রায় ৪০ হাজার প্রার্থী অনলাইন আবেদন করেন। আবেদন কার্যক্রমটি শেষ হয়েছিল ১৪ই মে ২০২৪ তারিখে। ইতিমধ্যেই কর অঞ্চল-২০ এমসিকিউ আকারে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে এখন পালা লিখিত পরীক্ষার।
পদের নাম এবং শূন্যপদ:
- কম্পিউটার অপারেটর –০১
- প্রধান সহকারী – ১৭ জন
- উচ্চ বিভাগ সহকারী – ২০ জন
- স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ২০
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট – ২১ জন
- অফিস সাপোর্ট স্টাফ (অফিস সোহায়ক) – ২৩
মোট শূন্যপদ: ১০২ জন
পরীক্ষার তারিখ: ১২ জুলাই ২০২৪
পরীক্ষার সময়: 10:00 AM থেকে 11:30 AM, 10:00 AM থেকে 11:00 AM
কর অঞ্চল-২০ ঢাকা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪
৪ রে জুলাই ২০২৪ এটি বিজ্ঞপ্তি মাধ্যমে কর অঞ্চল-২০ ঢাকা কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার তারিখ অনলাইন এর মাধ্যমে প্রকাশ করেছেন। যেখানে উল্লেখিত রয়েছে আগামী ১২ জুলাই ২০২৪ রোজ শুক্রবার ২টি ভাগে বিভক্ত হয়ে লিখিত আকারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। কিছু পদের পরীক্ষা হবে সকাল ১০.০০টা হইতে ১১.০০ টা পর্যন্ত এবং অন্য কিছু পদের পরীক্ষা হবে সকাল ১০.০০টা হইতে ১১:৩০ মিনিট পর্যন্ত। উক্ত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান এ চারটি বিষয়ের উপর প্রশ্নপত্র প্রদান করা হবে।
আরও দেখুন;- ৪৬ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ২০২৪
ট্যাক্স জোন-20 ঢাকা পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪ pdf
ট্যাক্স জোন-20 ঢাকা বাংলাদেশের একটি অন্যতম সরকারি প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য অনেক দক্ষ জনবল দরকার পড়ে। যার ভিত্তিতে আয়োজন করা হয়েছে 12 জুলাই ১০২ টি শূন্য পদের জন্য লিখিত আকারের পরীক্ষা। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে প্রয়োজন এডমিট কার্ড। যা ডাউনলোড করতে হলে প্রথমে ট্যাক্স জোন-২০ ঢাকা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.taxeszone20dhaka.gov.bd প্রবেশ করুন এবং আপনার রোল নাম্বার দান করে A4 সাইজের কাগজ দিয়ে প্রিন্ট সহকারে pdf সহ ছবি আকারে ডাউনলোড করুন।
Taxes Zone-20 Dhaka পরীক্ষার তারিখ সময়সূচি ২০২৪
আশা করি সকলে বুঝতে পেরেছেন Taxes Zone-20 Dhaka লিখিত আকারের পরীক্ষাটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে সেসব বিষয়। পাশাপাশি আপনি যদি Taxes Zone-20 Dhakaলিখিত পরীক্ষার একজন প্রার্থী হন এবং সর্বপ্রথম সবার আগে প্রশ্ন সমাধান গুলি দেখতে এবং ফলাফল পেতে চান তাহলে বলব আমাদের ওয়েবসাইট দিয়ে লগইন করুন।