বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (BBAL) লিখিত পরীক্ষার তারিখ ২০২৪
বিবিএএল লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ও এডমিট কার্ড PDF> নতুন একটি আর্টিকেলে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে চলেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরীক্ষার তারিখ এবং সময়সূচি সহ এডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত নতুন একটি আর্টিকেল। অনেক অপেক্ষার পর প্রকাশিত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হবে সে সম্পর্কিত বিজ্ঞপ্তি। উক্ত বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আলোকপাত করতে আজকের এই আর্টিকেলটি। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BBAL লিখিত পরীক্ষার একজন প্রার্থী হন এবং পরীক্ষাটি কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন সময় এবং কোন কেন্দ্রে সহ এডমিট কার্ড ডাউনলোড এর লিংক সম্পর্কে জানতে চান তাহলে বলব সঠিক ওয়েবসাইটে উপস্থিত হয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ২০২৪
সকলে অবগত রয়েছেন যে গত ২৪ শে মার্চ ২০২৪ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৩ টি ক্যাটাগরিতে ১১৪ টি শূন্য পদে কিছু দক্ষ জনবল নিয়োগ এর উদ্দেশ্যে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। যার বিপরীতে প্রায় ৪৭ হাজার ১৭৭ জন প্রার্থী আবেদন করেন। অনলাইন সকল কার্যক্রম শেষ হলে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে mcq আকারের পরীক্ষা। পরীক্ষা শেষে ফলাফল কার্যক্রম শেষ হওয়ার পর এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষা।
পদের নাম এবং শূন্যপদ:
- সহকারী ব্যবস্থাপক AOC/ACP – ৪
- সহকারী ব্যবস্থাপক কর্পোরেট নিরাপত্তা/গুণমানের নিশ্চয়তা/ফ্লাইট ডেটা মনিটরিং – ৭
- সহকারী ব্যবস্থাপক অপারেশন (GSE) – ১২
- সহকারী প্রোগ্রামার – ৬
- জুনিয়র অফিসার লাইসেন্স এবং প্রশিক্ষণ সমন্বয়কারী – ১
- সিনিয়র নার্সিং সহকারী – ২
- শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং) – ৪
- উপাদান পরিকল্পনা সহকারী – ১২
- পরিকল্পনা সহকারী – ২
- পাম্প সহকারী – ২
- জুনিয়র ডেন্টার/জুনিয়র পেইন্টার – ২
- ডেসপ্যাচ রাইডার – ২
- এমটি অপারেটর (ক্যাজুয়াল) – ৫৮
মোট শূন্যপদ: ১১৪ টি
পরীক্ষার তারিখ: ১৩ জুলাই ২০২৪
পরীক্ষার সময়: বিকাল ৩:০০টা
বিবিএএল লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ ২০২৪
গত ৩ এ জুলাই ২০২৪ তারিখে (বিবিএএল) কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানিয়ে দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি। বিবিএএল শূন্য পদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ১৩ই জুলাই ২০২৪ তারিখ রোজ শনিবার বিকাল ০৩.০০ ঘটিকায় উক্ত পরীক্ষাটি দেড় ঘন্টা যাবৎ অনুষ্ঠিত হয়ে শেষ হবে ০৪.৩০ মিনিটে। যেখানে লিখিত আকারের প্রশ্নপত্র প্রদান করা হবে। সকল প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, গণিত,ও সাধারণ জ্ঞান এই চারটি বিষয়ের উপর।
আরও দেখুন;- কর অঞ্চল-২০ ঢাকা লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ ২০২৪
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BBALপরীক্ষা২০২৪> এডমিট কার্ড PDF
আগামী ১৩ জুলাই ২০২৪ অনুষ্ঠিত হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BBAL লিখিত আকারের পরীক্ষা। উক্ত পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রত্যেকটা প্রার্থী প্রযোজ্য। যার ভিত্তিতে আজ থেকেই এডমিট কার্ড ডাউনলোডের লিংক প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আপনি যদি অনলাইনে এডমিট কার্ড ডাউনলোড করতে চান তাহলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bbal.gov.bd লিংকে প্রবেশ করুন এবং আপনার রোল নম্বর সহ কিছু তথ্য পূরণ করেA4 সাইজের কাগজে প্রিন্ট আকারে pdf সহ ডাউনলোড করুন।
উপসংহার
১৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিবিএএল লিখিত আকারের পরীক্ষাটি। উক্ত পরীক্ষাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রশ্ন সমাধান দেখার ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটটি লগইন করুন।